রংপুর: রংপুরে হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার রংপুরে তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার রংপুরের তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, শীতের প্রকোপের কারণে মানুষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না। এ কারণে খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। দিনে নগরীতে মানুষের উপস্থিতি কম থাকলেও সন্ধ্যার পর ফাঁকা হয়ে পড়ে নগরী।
শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ ও শিশুরা। এ কারণে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবদুল কাদের খান জানান, প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। রংপুর শিশু বিভাগে দুদিনে দেড়শ’ শিশু ভর্তি হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫