ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘হিন্দু নারীর বিবাহ বিচ্ছেদ কেন নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
‘হিন্দু নারীর বিবাহ বিচ্ছেদ কেন নয়’

ঢাকা: হিন্দু নারীর (নাম প্রকাশে অনিচ্ছুক) বিবাহ বিচ্ছেদ কেন করানো যাবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পযন্ত ওই নারীর স্বাধীন চলাফেরায় তার স্বামীকে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এলিনা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
 
মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম সচিব, আইন সচিব, আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, আইন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
স্বামীর হাতে নির্যাতিত এক নারীর পক্ষে গত ১৮ জানুয়ারি এ রিট আবেদন করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, ওই নারীর বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

এলিনা খান বলেন, হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ বিষয়ক আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এখানে দ্বিতীয় বিয়ের কোনো সিস্টেম নেই। যা মৌলিক অধিকারের
পরিপন্থি। এটা হতে পারে না। স্বামী মারা গেলে তো ওই নারীকে আজীবন বিধবা হয়ে থাকতে হবে। এ আইনের পরিবর্তন আনা উচিত।

তিনি বলেন, স্বামীর হাতে নারীটি নির্যাতিত হচ্ছেন। তাই তিনি স্বামীকে ডিভোর্স দিতে চান। কিন্তু আইনের কারণে তা না পারায় উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।