ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহাবুবা সুলতানা রুনাকে আটক করেছে পুলিশ। তার স্বামী পৌর বিএনপির সভাপতি এ.কে.এম.শমসের আলীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার পর পুলিশ তাকে আটক করে।
মঙ্গলবার (জানুয়ারি ২০) বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রিফাত খান রাজিব জানান, নাশকতা সৃষ্টি ও যানবাহনে অগ্নিসংযোগের মামলার আসামি একেএম শমসের আলীকে বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী মাহবুবা সুলতানা রুনার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নারী ও পুরুষ পুলিশের ওপর হামলা করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে শমসের আলীকে ছিনিয়ে নিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পরে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মাহবুবা সুলতানা রুনা ও ইলিয়াসকে আটক করা হয়।
পলাতক বিএনপি নেতা শমসের আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, ওসি রিফাত খান রাজিব।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫