ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীকে ছিনিয়ে নেওয়ায় নারী ভাইস চেয়ারম্যান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
স্বামীকে ছিনিয়ে নেওয়ায় নারী ভাইস চেয়ারম্যান আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহাবুবা সুলতানা রুনাকে আটক করেছে পুলিশ। তার স্বামী পৌর বিএনপির সভাপতি এ.কে.এম.শমসের আলীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার পর পুলিশ তাকে আটক করে।

এ সময় একই অভিযোগে ইলিয়াস নামে আরও এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (জানুয়ারি ২০) বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রিফাত খান রাজিব জানান, নাশকতা সৃষ্টি ও যানবাহনে অগ্নিসংযোগের মামলার আসামি একেএম শমসের আলীকে বিকেল সাড়ে ৩ টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী মাহবুবা সুলতানা রুনার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নারী ও পুরুষ পুলিশের ওপর হামলা করে। এ সময় তারা পুলিশের কাছ থেকে শমসের আলীকে ছিনিয়ে নিয়ে যায়।

ওসি জানান, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পরে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় মাহবুবা সুলতানা রুনা ও ইলিয়াসকে আটক করা হয়।  

পলাতক বিএনপি নেতা শমসের আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, ওসি রিফাত খান রাজিব।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।