ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে আলমগীর হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
যশোরে আলমগীর হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে ছবি: প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হত্যা মামলায় দুই আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের দুই আসামির সাতদিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম একদিন করে মঞ্জুর করেন।



আসামিরা হলেন- যশোর সদর উপজেলার রামনগর গ্রামের আদাড় সরদারের দুই ছেলে আরাফাত হোসেন (২৩) ও শরাফত হোসেন (২০)।

২০১৪ সালের ২৫ মে বিকেলে যশোর শহরতলীর রাজারহাট চামড়া বাজার এলাকার সরদার ট্রেডার্স নামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৮ জুন মৃত্যুবরণ করে।

এ ঘটনায় ৩০ জুন নিহতের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে ২৯ জনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

এ মামলার অন্যতম আসামি আরাফাত হোসেন ও শরাফত হোসেন গত ২০১৪ সালের ২৪ জুলাই হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পায়।

কিন্তু জামিনের মেয়াদ শেষে দীর্ঘদিন পলাতক থাকার পর ৫ জানুয়ারি তারা যশোর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।   
                    
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।