যশোর: যশোরে ৫ ঘণ্টার ব্যবধানে শহরের শংকরপুর এলাকায় শফিকুল ইসলাম জয় (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি।
তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে জয় শংকরপুর বটতলা এলাকায় বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে যশোরের মণিরামপুরে শাহিন নামে এক যুবলীগকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
** মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫