বেনাপোল(যশোর): যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে রাসেল ধাবক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেল ৩টায় নাভারণ-সাতক্ষীরা সড়কের সাতমাইল আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শার্শা থানার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বায়েজিত হোসেন বাংলানিউজকে জানান, রাসেল মোটরসাইকেল করে আমতলা থেকে বাগআঁচড়া বাজারে যাচ্ছিলেন। এসময় একটি মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫