কুমিল্লা: কুমিল্লা থেকে অপহরণের ৬ দিন পর মো. আল-আমীন সরকার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর আর্দশ গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
এসএসসি পরীক্ষার্থী মো. আল-আমীন সরকার কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর উত্তর পশ্চিমপাড়া গ্রামের মো. সুলতান মেম্বারের ছেলে।
আটক অপহরণকারীরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সেলিম (২৮) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামের মৃত মিঠু মিয়ার ছেলে মো. নূরে আলম (২৯)।
কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বাংলানিউজকে জানান, গত ১৫ জানুয়ারি বেলা ১২টার দিকে আল-আমীনকে খুঁজে না পেয়ে ওই দিন তার বাবা-মা দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে ১৮ জানুয়ারি সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আল-আমীনের মায়ের মোবাইলে ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তারা বিষয়টি পুলিশকে জানালে ডিবির একটি দল মোবাইল ফোন ট্র্যাক করে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের শুভপুর আদর্শ গ্রাম ভারত সীমান্তবর্তী এলাকা থেকে আল-আমীনকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫