কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় মায়ের হাতে ছেলে সোহান (২) খুন হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে সোহাগ মিয়ার স্ত্রী পারুল আক্তার অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন।
মঙ্গলবার রাতে বসতঘরে পারুল নিজ শিশু সন্তান সোহানকে কুড়াল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলে সোহান মারা যায়।
এ সময় পারুল নিজের শরীরে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজন পারুলকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বালাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫