ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় তিনটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
কুমিল্লায় তিনটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিংয়ের সামনে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুবৃর্ত্তরা। এতে তিনটি ট্রাক পুড়ে গেছে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ট্রেন মহাসড়ক অতিক্রম করার পূর্বে রেলক্রসিংয়ে সিগন্যাল দেওয়ার পর ট্রাক তিনটি অপেক্ষা করছিল। এ সময় কয়েক জন দুর্বৃত্ত তিনটি ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ট্রাকগুলোর সামনের অংশ কিছু পুড়ে যায়। তবে, কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।