ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ইয়াবাসহ দুইজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সিলেটে ইয়াবাসহ দুইজন আটক ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে ইয়াবাসহ দুই তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর টিলাগড় পয়েন্টের হক রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার আগরচটি গ্রামের তৈয়ব আলীর ছেলে আতাউর রহমান (৩০) এবং একই উপজেলার চড়িপাড়া গ্রামের জমির আলীর ছেলে কাওছার রশিদ (২৫)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক  জালাল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আতাউর ও কাউছারের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের শাহপরান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জালাল উদ্দীন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।