সংসদ ভবন থেকে: রাজধানীতে স্বল্প ব্যয়ে দ্রুত ও উন্নত গণপরিবহন সেবা চালুর পরিকল্পনা বাস্তবায়নে মেট্রোরেল বিলের রিপোর্ট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিলটির রিপোর্ট উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বার হোসেন।
এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়।
বাংলাদেশে এই প্রথম মেট্রোরেল চালুর পরিকল্পনা নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এরই অংশ হিসেবে রাজধানীতে স্বল্প ব্যয়ে দ্রুত ও উন্নত গণপরিবহন সেবা চালুর লক্ষ্যে গত বছর ১০ নভেম্বর মন্ত্রিসভায় ‘মেট্রোরেল আইন-২০১৪’ খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেওয়া হয়।
এরপর আইনের খসড়াটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে জাতীয় সংসদে পাঠায়। এরপর গত বছর ৩০ নভেম্বর ‘মেট্রোরেল বিলটি সংসদে উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওইদিন বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সংসদে বিলের রিপোর্ট উত্থাপন করে।
বিলে লাইসেন্স ছাড়া মেট্রোরেল পরিচালনা ও অনুমোদন ছাড়া মালিকানা হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে। আর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এই রেল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সুযোগ রাখা হয়েছে।
বিলে রেল চলাচলে বাধা সৃষ্টি, বিনা টিকেটে ভ্রমণ এবং নিরাপত্তা বিঘ্নিত করলে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে। সর্বোচ্চ শাস্তির মধ্যে রয়েছে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা। বিলে মেট্রোরেলের যাত্রীদের জন্য বীমার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া মেট্রোরেলের জন্য ভূমি অধিগ্রহণ আইনের বিধান অনুযায়ী ভূমি অধিগ্রহণেরও বিধান রাখা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি বিল:
বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান)’ আইনের মেয়াদ আরও চার বছর বাড়াতে জাতীয় সংসদে আনা বিলের রিপোর্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম রিপোর্ট প্রদান করেন।
গত বছর ৩০ নভেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খণিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে জমা দিতে বলে সংসদীয় কমিটিতে।
দেশে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করতে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০১৪’ আইনের খসড়া গত বছর মন্ত্রিসভা অনুমোদন দেয়।
এরপর আইরনের খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে পাঠায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জাতীয় সংসদে বিলটি উত্থাপনের পর কমিটিতে যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়। কমিটি আজ বিলটির রিপোর্ট জমা দেয় সংসদে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি, ২০১৫