ঢাকা: রাজধানীর মহাখালী রেলক্রসিং ও রামপুরা ব্রিজ এলাকায় ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে রেলক্রসিংয়ের সামনে হটাৎ করেই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটে।
রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা ককটেল বিস্ফোরণের খবর পাইনি। ওই এলাকায় আমাদের টহল পুলিশ রয়েছে। যদি এ ধরনের কোন ঘটনা ঘটে তবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫