ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঁঞায় অটোরিকশায় আগুন, চালকসহ দগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
দাগনভূঁঞায় অটোরিকশায় আগুন, চালকসহ দগ্ধ ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঁঞা উপজেলায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন ধরে গেলে চালক ও তিন যাত্রীসহ চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে ফেনী-বসুরহাট সড়কের উপজেলার দুধমুখা বাজারের পাশে এ ঘটনা ঘটে।



এছাড়া অবরোধকারীরা রাত ৮টার দিকে ফেনী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মানিকের প্রাইভেটকারে ককটেল হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী-বসুরহাট সড়কের দুধমুখার বাজারের পাশে কুমার পোল এলাকায় অবরোধকারীরা একটি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এসময় অটোরিকশার চালক ও মালিক সাব্বির হোসেন, যাত্রী শাহাজাহান পিন্টু, যাত্রী সাদ্দাম হোসেন ও মনিক মজুমদার দগ্ধ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে ফেনি সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বাংলনিউজকে জানান, আহতদের মধ্যে দগ্ধ দুইজনকে ফেনী সদর হাসপাতালে ও এক জনকে দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, রাত ৮টার দিকে ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ মানিকের প্রাইভেটকারে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। শহরের লাল পোল থেকে ফেনী ফেরার পথে প্রাইভেটকারটি সেন্ট্রাল স্কুলের সামনে পৌঁছুলে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারে। এতে তার গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট : ১০১৫ ঘণ্টা

** সচিবালয়ের গেটে ৩ ককটেল বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।