ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতি সাইফুর রহমানের বাসায় ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বিচারপতি সাইফুর রহমানের বাসায় ককটেল হামলা ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বাসায় ককটেল হামলা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে তার ধানমন্ডির ৭/এ রোডের ৯/বি বাসায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে কে বা কারা তার বাসায় কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ধানমন্ডি থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।  

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

এর আগেও গত ৮ জানুয়ারি সন্ধ্যায় তার বাসায় ককটেল হামলার ঘটনা ঘটে।

সাইফুর রহমান গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হাইকোর্ট বেঞ্চের দ্বিতীয় বিচারপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট: ২২৫৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।