ঢাকা: ঢাকার আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় দুইজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আশুলিয়ার একটি কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার (৩৫) ও রিকশা চালক আবদুর রশিদ (৩৫)।
দগ্ধদের স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক সুলাতানা রাজিয়া জানান, পেট্রোল বোমায় নিতাইয়ের দুই শতাংশ ও রশিদের ৩৯ শতাংশ পুড়ে গেছে। রশিদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫