ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাইজদীতে ৬ ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মাইজদীতে ৬ ককটেল বিস্ফোরণ

নোয়াখালী: নোয়াখালীর জেলাশহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনে ও মাইজদী বাজার এলাকায় ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। এসময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে গোটা শহর যানবাহনশূন্য হয়ে পড়ে।



মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে দুই দফায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরোয়ার হোসেন বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ‍ুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।