ফরিদপুর: ফরিদপুরে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে অজ্ঞান পার্টির দুই সদস্য। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় একটি লোকাল বাসে দুই গরু ক্রেতাকে অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর সময় তারা আটক করা হয়।
আটক অজ্ঞান পার্টির দুই সদস্য হলেন ঢাকার খিলক্ষেত এলাকার এসএ চৌধুরীর ছেলে এবি শামসুদ্দিন চৌধুরী (৪৭) ও যশোরের চাঁচড়া মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে আক্তারুজ্জামান (৩৪)।
অজ্ঞান পার্টির খপ্পরে আহত অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই গরু ক্রেতা হলেন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর গ্রামের লাহু খানের ছেলে আব্দুল জব্বার (৬৫) ও জেলার সদরপুর উপজেলার দড়িকৃষ্ণপুর এলাকার শেখ মোজাহার (৪০)।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিফাত বিল্লাহ জানান, মোজাহের ও জব্বারের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫