ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে যাত্রীদের নামিয়ে শেরপুরগামী সংবাদপত্রের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ত্রিশাল থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা জরুরি সংবাদপত্রের একটি বাস উপজেলার বগার বাজার এলাকায় এসে পৌঁছলে দুর্বৃত্তরা বাস থামিয়ে ভাংচুর করে। পরে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
তবে যাত্রীরা আগেই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয় বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মোটর সাইকেলযোগে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫