ঢাকা: রাজধানীর শাজাহানপুরের রেলওয়ে কলোনির বস্তির আগুন নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার দিনগতরাত ১টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন।
এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে শাজাহানপুরের রেলওয়ে কলোনির বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে প্রায় ২০ থেকে ২৫টি ঘর পুড়ে গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
** রাজধানীর রেলওয়ে কলোনির বস্তিতে আগুন