ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যাত্রীবাহী বাসে আগুন, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বরিশালে যাত্রীবাহী বাসে আগুন, আহত ৬ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল-পটুয়াখালি সড়কের দপদপিয়ার খয়রাবাদ সেতুর ঢালে আব্দুল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে সেতুর ঢাল সংলগ্ন তুর্য্য ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটলে বাসটি আগুনে পুড়ে যায়।



এতে বাসের এক নারী যাত্রী অগ্নিদগ্ধ ও ছয়জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া পুড়ে গেছে অধিকাংশ যাত্রীর মালামাল।

অগ্নিদগ্ধ বাসের যাত্রী রেশমা (৩০), আহতদের মধ্যে পটুয়াখালি কলাপাড়ার বাসিন্দা হাফিজুর রহমান (২৯) ও অজ্ঞাত একজনসহ তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।

বাসের যাত্রী কুয়াকাটার বাসিন্দা মুক্তা বেগম জানান, আব্দুল্লাহ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮১৮) এ বাসটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

বরিশাল শহর পেরিয়ে দপদপিয়ায় আসামাত্র সড়কের দুই পাশ থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহুর্তের মধ্যেই বাসটিতে আগুন লেগে গেলে চালক সড়কের উপরেই গাড়িটি থামিয়ে ফেলেন বলে তিনি জানান।  

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম কবির জানান, খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য কোতোয়ালী থানা ও পার্শ্ববর্তী নলছিটি থানা পুলিশ যৌথভাবে কাজ করছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।