গোয়ালন্দ (রাজবাড়ী): ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়ায় কর্মরত ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘন কুয়াশায় নৌরুটের মার্কিং (বিকন বাতি) অস্পষ্ট হয়ে যায়। এ কারণে রাত ২টার দিকে ফেরি চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে
কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চালু করা হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি, ২০১৫