ঢাকা: রাজধানীর প্রেসক্লাব এলাকা থেকে চালককে মারধোর করে একটি চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিনগত মধ্যরাতে প্রেসক্লাবের সার্ক ফোয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. হানিফ বাংলানিউজকে বলেন, মধ্যরাতে একটি চালবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনা আমরা শুনেছি। তবে কোন এলাকা থেকে ছিনতাই হয়েছে সেটি নিশ্চিত হতে পারিনি।
আহত ট্রাক চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫