ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রচণ্ড কুয়াশায় বিপর্যস্ত নগরজীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
প্রচণ্ড কুয়াশায় বিপর্যস্ত নগরজীবন ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে বেশ কিছুদিন ধরেই দেখা দিচ্ছে ঘন কুয়াশার প্রার্দুভাব। আর এ ঘন কুয়াশার কারণে একরকম নাজেহাল নগরবাসী।

অন্যদিকে ঘন কুয়াশায় রাজধানীর গণপরিবহনগুলোর স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।  

বুধবার (২১ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর জুরাইন, দোলাইপাড়, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, কমলাপুর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, গুলশান ও বারিধারা সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।

স্বাভাবিক দিনগুলোতে কাজের খোঁজে দিনমজুরদের সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান করতে দেখা গেলেও, বুধবার ভোরে এর সংখ্যা ছিল হাতেগোনা। অন্যান্য দিনগুলোতে ভোরে অনেকে জগিং করতে বের হলেও এদিন তাদের ভিড়টাও খুব একটা দেখা যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় হারুন মিস্ত্রির গ্যারেজে কথা হলো রিক্সা চালক মোহাম্মদ সোলায়মান মিয়ার সঙ্গে।

কুয়াশা সম্পর্কে তিনি বাংলানিউজকে বলেন, গত কয়েকটি দিন ধরে যেভাবে কুয়াশা পড়ছে তাতে ভোরবেলা দূরে থাক, সকাল ৭টা-সাড়ে ৭টার দিকেও বাসা থেকে বের হওয়া যায় না।

আর এ কারণেই গত কয়েকদিন ধরে ভোরে বের হন না। একটু রোদ উঠলে রিকশা নিয়ে বের হবেন বলে তিনি জানান।

তুরাগ পরিবহনের চালক মোহাম্মদ আলামিন সোহেল বাংলানিউজকে জানান, গত কয়েকদিনের ঘন কুয়াশার কারণে মানুষ রাস্তায় তেমন বের হয় না।
এজন্য যাত্রীও এখন তুলনামূলক অনেক কম পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।