রাজশাহী: রাজশাহীর নওহাটা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল গফুর ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তার স্ত্রী ফজিলাতুন নেসা পারুল পবা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি মেয়র আবদুল গফুর ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ঢাকায় পৌঁছানোর পর তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন।
গত ১৬ জানুয়ারি তার বাড়ি ফিরে আসার কথা ছিলো। কিন্তু গত ৫ জানুয়ারির পর পরিবারের লোকজনের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ওইদিন থেকে তার মোবাইলে কল গেলেও কেউ রিসিভ করেনি। গত সোমবার আবারো কল করা হলে এর কিছুক্ষণের মধ্যে মেয়রের ফোন নম্বর থেকে একটি এসএমএস আসে। তাতে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়।
এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে তার স্ত্রী থানায় জিডি করেন।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গত সোমবার পর্যন্ত মেয়রের মোবাইলের লোকেশন পাওয়া গেছে। মঙ্গলবার থেকে আর কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫