গাজীপুর: গাজীপুর সদর উপজেলার দক্ষিণ বাউপাড়া গ্রামে কলবজান বিবি (৭৫) নামে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (২১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে দক্ষিণ বাউপাড়া গ্রামের আতাউর মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে বলেন, রাতে সন্ত্রাসীরা ওই বাড়িতে আক্রমণ করে দুইজনকে কুপিয়ে জখম করে। ওই বাড়ির বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী আহত দুইজনের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এ ঘটনা দেখেন।
ঘটনাটি ডাকাতি না অন্য কিছু এ সর্ম্পকে মন্তব্য না করে ওসি বলেন, ডাকাতি হলে মালামাল লুট হতো। তবে বিষয়টি ডাকাতি না পূর্ব শক্রতার জেরে সন্ত্রাসী হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫