সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাশিবাটি কাজলা গ্রামে লিটন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ লিটনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫