ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ সেতু নির্মাণে দরপত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ সেতু নির্মাণে দরপত্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর পাশেই নতুন তিনটি সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা’র অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারলেন বিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ করা হবে।

পাশাপাশি বিদ্যমান সেতু তিনটির সংস্কার করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই, পরামর্শক নিয়োগ, নতুন সেতু নির্মাণ, পুরনো সেতুর পুনর্বাসন, নির্মাণকাজ তদারকি, কাঁচপুরে একটি ফ্লাইওভার ও ইন্টারসেকশন নির্মাণসহ অন্যান্য প্রাসঙ্গিক কাজে সম্ভাব্য ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা।
এর মধ্যে জাইকা’র প্রকল্প সহায়তা পাওয়া যাচ্ছে সাড়ে ছয় হাজার কোটি টাকা। অবশিষ্ট টাকার জোগান দেবে বাংলাদেশ সরকার।

ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই, পরামর্শক নিয়োগ, বিস্তারিত নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী।

আগামী ২৭ এপ্রিল দরপত্র গ্রহণের শেষ দিন, সেতু নির্মাণের জন্য সেপ্টেম্বর মাসে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া হবে।

নভেম্বরে সেতু তিনটির নির্মাণকাজ শুরু করা যাবে আশা করে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির লাইফ-লাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ শেষ হলে এ মহাসড়কে আরও যানবাহনের চাপ বৃদ্ধি পাবে। এ বাস্তবতায় নতুন আরও তিনটি সেতু নির্মাণের উদ্যোগ।

পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটের নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করতে কাঁচপুর সেতুর প্রান্তে একটি ফ্লাইওভার ও ইন্টারসেকশন নির্মাণ করা হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে মহাসড়কের প্রায় ১০৮ কিলোমিটার চারলেনে উন্নীতকরণ কাজ শেষ হয়েছে।

দ্বিতীয় কাঁচপুর সেতু:
প্রায় চারশ’ মিটার দীর্ঘ এ সেতুর সঙ্গে সাতশ’ মিটার দীর্ঘ ৮ লেন বিশিষ্ট  অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও পুরনো সেতু সংস্কার করা হবে।

দ্বিতীয় মেঘনা সেতু:
চারলেন বিশিষ্ট এ সেতুটি হবে প্রায় ৯৩০ মিটার দীর্ঘ, এর সঙ্গে ৬ লেন বিশিষ্ট ৮৭০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও পুরনো মেঘনা সেতু সংস্কার করা হবে।

দ্বিতীয় গোমতী সেতু:
পুরনো গোমতী সেতুর পাশে চারলেন বিশিষ্ট এক হাজার ৪১০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ ও এক হাজার ১০ মিটার দীর্ঘ ৬ লেন বিশিষ্ট অ্যাপ্রোচ সড়ক নির্মাণসহ পুরনো সেতুর সংস্কার করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।