মেহেরপুর: মেহেরপুরের গাংনী-ধানখোলা সড়কে গাছ ফেলে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় ছিনতাইকারীদের রামদার আঘাতে দু’জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে গাংনী থানাপাড়া ও ধানখোলা গ্রামের মধ্যবর্তী মাঠ সংলগ্ন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন-গাংনী উপজেলার চান্দামারী গ্রামের বাদল আলী (৪০) ও হীরা মিয়া (২৬)। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বাদল বাংলানিউজকে জানান, তিনি ও হীরা রাত ৯টার দিকে গাংনী থেকে মোটরসাইকেলে করে চান্দামারী যাচ্ছিলেন। পথে ওই এলাকায় ১০/১৫ জনের একদল ছিনতাইকারী সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদের দু’জনকে মোটরসাইকেল থেকে নামাতে গেলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের রামদা দিয়ে কুপিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে বিলের পাড়ে ফেলে দেয়। এসময় উপজেলার হাড়িয়াদহ গ্রামের মনিরুল ইসলাম (৩৪) ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকেও হাত-পা বেঁধে ফেলে রাখে। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় তারা।
পথচারীদের কাছে খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫