ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১১টি স্বর্ণের বারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বেনাপোলে ১১টি স্বর্ণের বারসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ১১টি (এক কেজি ১০০ গ্রাম) স্বর্ণের বারসহ বাবু (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।



আটক যুবক বেনাপোলের পুটখালী ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, দৌলতপুর সীমান্ত পথে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দুপুরে সেখানে অভিযান চালায়। এসময় বাবু নামে এক যুবককে আটক করে দেহ তল্লাশি করে ১১টি স্বর্ণের বার পাওয়া যায়।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, বিকেলের মধ্যে স্বর্ণসহ আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।