ঢাকা: নাশকতাকারীকে ধরিয়ে দিলে একলাখ টাকা পুরস্কার পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জান খান কামাল।
বুধবার(২১ জানুয়ারি’২০১৫) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে বিএনপির অবরোধ সহিংসতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, নাশকতাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। তবে টাকা পুরস্কার দেওয়া হবে তা জানান নি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার অংক নির্ধারণের নির্দেশনার পর বুধবার প্রতিমন্ত্রী সাংবাদিকদের পুরস্কারের এ পরিমাণ জানালেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫