ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের ১৬ দিনে (৫-২০ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতায় ২৯ জন যাত্রী নিহত হয়েছেন, এর মধ্যে ১১ জন পরিবহন শ্রমিক। এসব ঘটনায় ৫৫ হাজার ২শ’ ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
এছাড়া অগ্নিসংযোগ করা হয়েছে ৬শ’ ৩৭টি যানবাহনে। ভাঙচুর করা হয়েছে ৩ হাজার ২শ’ ৩১টি যানবাহন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য তুলে ধরে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, হরতাল-অবরোধে পরিবহন খাতে প্রতিদিন ক্ষতি হচ্ছে ৩শ’ থেকে ৩শ’ ৬০ কোটি টাকা। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ডেড ব্লক হয়ে গেছে। পুলিশ-বিজিবি পাহারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীমিত আকারে বাস-ট্রাক চলাচল করছে।
মোজাম্মেল হক আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে গণপরিবহন ও মানুষকে জিম্মি করা হচ্ছে। এটা রাজনীতির নামে ‘অপরাজনীতি’।
২০১৪ সালে হরতাল অবরোধে ২৮ থেকে ৩১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ২৫ মাসে সহিংসতায় মারা গেছেন ৩শ’ ২৪ জন, আহত হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৮শ’ ২৫ জন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫