ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মতিউর রহমান

ঝালকাঠি: দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় দাঙ্গা উস্কে দেয় এমন সংবাদ ও ছবি প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে দায়ের করা মামলার শুনানির শেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুজ্জামান।



ঝালকাঠির অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বাদী হয়ে ২০১৪ সালের ৯ অক্টোবর মামলাটি দায়ের করেছিলেন।

বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম আলম খান কামাল জানান, ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রথম আলো পত্রিকায় মুসলিম নারীদের কপালে সিঁদূর দিয়ে হিন্দু নারীদের দীর্ঘ লাইন বানিয়ে ছবি প্রকাশ করেছে। যা হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এছাড়া ধর্মীয় দাঙ্গা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এমন সব ছবি ও সংবাদ প্রকাশ করে আসছে পত্রিকাটি।

এছাড়াও ওই পত্রিকাটি মহানবীকে (সঃ) নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ, ইসলাম ধর্মের একটি সূরার সঙ্গে বর্তমান সরকারের কাজের ক্ষমতার তুলনাসহ বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে সংবাদ ও ছবি প্রকাশ করেছে। যা হিন্দু ও মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে ঐক্য নষ্ট করছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।