পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার গুশিঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ শাহ মোহম্মদ জহিরুল হক লিটন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-আট এর সদস্যরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
র্যাব-আট পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি আসাদউজ্জামান বাংলানিউজকে জানান, জহিরুল ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কাছে ভাড়া দেন। খবর পেয়ে রাতে গুশিঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছে একটি পিস্তল ও গুলি পাওয়া যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের কারে তাকে বাউফল থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫