ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শীতার্তদের পাশে জাতীয় ক্রিকেট দল ও ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
শীতার্তদের পাশে জাতীয় ক্রিকেট দল ও ডিএমপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ভাসমান শীতার্তদের পাশে দাঁড়ালো জাতীয় ক্রিকেট দল ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা এফএম ৯০.৪ এর আয়োজনে কমলাপুর রেলস্টেশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ক্রিকেট তারকারা।



এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র কমিশনার আসাদুজ্জামান মিয়া, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার আল আমিন।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা এফএম’র চেয়ারপার্সন ডলি ইকবাল, এহতেশামুল হক। সার্বিক পরিচালনায় ছিলেন ইন্তেজার হক।

এ সময় মাশরাফি আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ দলের জন্য সবার কাছে দোয়া চান।

পুলিশ কমিশনারসহ দেশের বতর্মান ও সাবেক খ্যাতিমান ক্রিকেটাররা শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।