ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
ভোলায় ফেরি চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।



মঙ্গলবার রাতে  কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এসময় উভয়পাড়ে আটকা পড়ে বিভিন্ন যাত্রীবাহী বাস, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

ফেরি চলাচল বন্ধ থাকায় ভোলা অংশের ইলিশা ও লক্ষ্মীপুর অংশের মজুচৌধুরীর হাট রুটে যানজট দেখা দেয়।

ইলিশা ফেরি ঘাটের ইনচার্জ আবু আলম জানান, ফেরি চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ঘাটের জট কমে যাবে।

এদিকে, সকাল ৭টা থেকে ৮টা পর্যান্ত ভোলা-বরিশাল রুটের ৩টি ফেরি চলাচল বন্ধ ছিলো। তবে সেখানে তেমন যানজটের সৃষ্টি হয়নি। এ ঘাটের ইনচার্জ কাওসার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ভোলা-লক্ষ্মীপুর রুটে দু’টি ফেরি চলাচল করে আসছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য এটি একটি গুরুপ্তপূর্ণ রুট। শত শত যানবাহন পারাপার হচ্ছে এ রুট দিয়ে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।