ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রাজধানীতে যান চলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে রাজধানীতে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে যানবাহনের সংখ্যা বেড়ে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যানজটেরও সৃষ্টি হয়।



রাজধানীর পল্টন, জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয় স্মরণী, মহাখালী এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব এলাকার প্রায় প্রতিটি সিগন‍ালেই যানবাহনগুলোকে কয়েক মিনিট অপেক্ষা করতে হচ্ছে। দুপুর পর্যন্ত এসব এলাকায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি বলেও জানান কর্তব্যরত পুলিশ সদস্যরা।

নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

কারওয়ানবাজার এলাকায় কর্তব্যরত একাধিক পুলিশ সদস্য বাংলানিউজকে জানান, সকাল থেকে নাশকতার তেমন কোনো ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদারে পুলিশ সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

** বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যান চলাচল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।