ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চিতলমারীতে সংঘর্ষে আহত ১৬, বসতবাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
চিতলমারীতে সংঘর্ষে আহত ১৬, বসতবাড়ি ভাঙচুর

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। এসময় অন্তত ১২টি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।



বুধবার (২১ জানুয়ারি) সকালে ওই গ্রামের এমদাদুল হক শেখ ও ডা. শাহজাহানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-এমদাদুল হক, তার পক্ষের নাজমুল, জাকার আলী, বাদশা মাস্টার, ইউনুস মীর, আরিফ শেখ, হায়াত আলী, হাসিব শেখ, বাবুল শেখ, জাকার বিশ্বাস, দুলাল শেখ, মিলি বেগম ও সাজ্জাদ এবং ডা. শাহজাহানের পক্ষের ফিরোজ শেখ, সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলাম।

আহতদের উদ্ধার করে চিতলমারী ও গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমদাদুল হক শেখ ও ডা. শাহজাহানের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সকালে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন। এসময় পাল্টা-পাল্টি হামলা চালিয়ে অন্তত ১২টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থালে পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।