ঢাকা: অবসরোত্তর ছুটি ভোগরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল আসহাব উদ্দিনকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আসহাব উদ্দিনকে তাঁর অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ২০১৫ সালের ১০ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫।