ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মৌলভীবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকা থেকে ফারুক মিয়া (৪৮) নামে হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) ভোরে শেরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক আহমদ খলিলপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত আয়ুব মিয়ার ছেলে এবং মশিউর রহমান হত্যা মামলার প্রধান আসামি।  

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আহমদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মশিউর রহমান হত্যা মামলার প্রধান আসামি ফারুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ।  

১৫ ডিসেম্বর দুপুর ২টায় মশিউর রহমান মিছলু বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। বের হয়ে যাওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

পরে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে তার স্ত্রী মায়া বেগম মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর ইউনিয়নের ঘোড়ারাই গ্রামের শফিক মিয়ার বাড়ির ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।