ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়েরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইডি মো. হুমাউন কবির প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে প্রত্যাহার করেন।
ঝালকাঠির পুলিশ সুপার মজিদ আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তবে অন্য একটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বরিশাল-নলছিটি সীমান্তবর্তী এলাকায় একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫