দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পৌর বাজারে একটি পণ্যবাহী ট্রাকে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসা ওই পণ্যবাহী ট্রাকটি সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট পৌর বাজারে এসে পৌঁছায়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকে থাকা চালকসহ দুইজন আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে আহতদের ঘোড়াঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫