বগুড়া: কাহালু উপজেলা শহরে বুধবার (২১ জানুয়ারি) বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের ধাক্কায় নয়ন (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে বগুড়া-নওগাঁ সড়কে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয় নয়ন। পরে উদ্ধার করে বগুড়া শজিমেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭ টার দিকে তার মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমিত কুমার বাংলানিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫