ঢাকা: ভারতের ত্রিপুরায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ‘মাই সয়েল, মাই সোল (আমার মাটি, আমার প্রাণ)’ শিরোনামে শুরু হচ্ছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চিত্রপ্রদর্শনী।
বৃহস্পতিবার আগরতলা আর্ট গ্যালারিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
২২ জন নবীন ও জ্যেষ্ঠ ফটোসাংবাদিকের ৪৪টি চিত্র এ প্রদর্শনীতে স্থান পাচ্ছে। এসব চিত্রে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য, জীবনযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নের বিষয় তুলে ধরা হয়েছে।
এরই মধ্যে এ প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল ত্রিপুরায় অবস্থান করছে।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও আগরতলা প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২৪ জানুয়ারি।
এর আগে গত বছরের নভেম্বরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫