বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দরের মধ্য থেকে একটি তাজা হাত বোমা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় বন্দরের নিরাপত্তা ভবনের মধ্যে ৬ নম্বর পণ্যগারের পাশ থেকে এ বোমা উদ্ধার করা হয়।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক)আব্দুল জলিল বাংলানিউজকে জানায়, বেনাপোল বন্দর অভ্যন্তরে একটি বোমা পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে।
কারা কি উদ্দেশে বোমাটি রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫