গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় থানা চত্বরে এ ডে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে বেলা আড়াইটা পর্যন্ত মতবিনিময় করেন পুলিশ সুপার তাপতুন নাসরীন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সার্কেল এসপি রবিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর মেয়র শেখ নিজাম, ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, আমজাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫