নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁওয়ের কাচপুর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি শক্তিশালী ককটেল উদ্ধার করেছে র্যাব। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে কাচপুরের কলাপট্টি এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর এএসপি নূর মো. আলী চিশতী জানান, উদ্ধার করা ককটেলগুলো লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, চলমান অবরোধ ও হরতালে নাশকতার জন্যই এসব ককটেল আনা হয়েছিল।
এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে ১০টি ককটেল উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫