বান্দরবান: বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আবদুর রাশিদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতোদিন বান্দরবান জেলার বাসিন্দাদের রাঙামাটি থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হতো। বান্দরবানে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ায় এখন সহজেই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তারা।
দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ায় জেলার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫