ময়মনসিংহ: ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে ইজ্জত আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ এ দণ্ড দেন।
নীলিমা আফরোজ বলেন, বুধবার দুপুরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে পুলিশ ইজ্জত আলীকে টিকিটসহ হাতে নাতে ধরে ফেলে।
পরে তাকে ছয়মাসের দণ্ড দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫