মাদারীপুর: পদ্মা সেতুর নদীশাসন বাঁধের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বঞ্চিত কয়েকশ পরিবারের সদস্যরা মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাওড়াকান্দি বেইলি ব্রিজ এলাকায় মহাসড়কে অবস্থান কর্মসূচি শুরু করে কাওড়াকান্দি ও বাখরেরকান্দি এলাকার কয়েকশ পরিবারের সদস্যরা।
পরে প্রশাসনে আশ্বাসে বেলা ১২টার দিকে এ অবরোধ তুলে নেয় তারা।
এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে ১০ কিলোমিটার যানজটরে সৃষ্টি হয়। দাবি পূরণ না করা হলে অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্ত কোনো পরিবার তাদের ঘর-বাড়ি ছেড়ে যাবেন না বলে জানান বিক্সোভকারীরা।
ক্ষতিপূরণ দাবি কমিটির সদস্য সচিব হারুন বয়াতী বলেন,প্রশানের আশ্বাসে এ অবরোধ তুলে নেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি মধ্যে কোনো সমাধান না দিলে ৩ ও ৪ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫