ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চোখের চিকিৎসায় ভারতে ফেনীর ম্যাজিস্ট্রেট কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
চোখের চিকিৎসায় ভারতে ফেনীর ম্যাজিস্ট্রেট কাদের

ঢাকা: ফেনীতে অবরোধকারীদের হামলায় চোখে আঘাতপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
 
বুধবার (২১ জানুয়ারি) ভোর ৭টার দিকে ভারতের উদ্দেশে রওয়ানা হন তিনি।

ভারতের হায়দ্রাবাদের চেন্নাই শহরের একটি হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে বলেও জান‍া গেছে।

বুধবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বাংলানিউজকে এসব তথ্য জানান।
 
চক্ষু হাসপাতাল সূত্র জানায়, গত (২০ জানুয়ারি) মঙ্গলবার রাতে আব্দুল কাদেরের চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড বসানো হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
 
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ড. মো মোশারফ হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের।

তিনি বাংলানিউজকে জানান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সর্বশেষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়েছে।
 
এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা সর্বশেষ কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, অবস্থার অনেকখানি উন্নতি হয়েছিল। এখানে ভর্তির সময় তার বাম চোখের কর্নিয়ায় সমস্যা ছিল। তাছাড়া তার মুখে ও মাথায় ক্ষত চিহ্ন ছিল। চিকিৎসায় এসব সমস্যা অনেকটাই কেটে গেছে।
 
তিনি আরও বলেন, তার চোখ থেকে পানি ঝরা বন্ধ হচ্ছিল না। আর এই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে তাকে ভারতে পাঠানো হয়।
 
ফেনী সদর থানার ওসি মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, ঘটনার দিন রাতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। এই মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এর আগে গত ৯ জানুয়ারি রাত ৯টার দিকে  নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের মিয়ার গাড়িতে হামলা চালায় অবরোধকারীরা। অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় গুরুতর আহত হন তিনি। ঘটনার পর তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান  থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।